দীপ্ত টিভি ভবনের গেটে আঘাত: কাভার্ডভ্যানের চালকের কারাদণ্ড

Passenger Voice    |    ০৫:০৬ পিএম, ২০২২-১১-১৫


দীপ্ত টিভি ভবনের গেটে আঘাত: কাভার্ডভ্যানের চালকের কারাদণ্ড

বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দীপ্ত টিভি ভবনের দেয়ালে আঘাত করে ক্ষতিসাধনের মামলায় কাভার্ডভ্যানের চালক মো. হান্নানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চালকের সহকারী সাগর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তিনি খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি হান্নানকে ৪ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত দীপ্ত টিভির ভবনের ভেতর ঢুকে পড়ে। এতে ওই ভবনের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় দীপ্ত টিভির পক্ষে আব্দুল মোতালেব খান ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ১৩ এপ্রিল আদালতে চার্জশিট দেওয়া হয়।


প্যা.ভ/ম